নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় করোনা ভাইরাস প্রতিরোধে মানুষকে সচেতন করতে মাস্ক বিতরণ ও জরিমানা করা হয়েছে ।
সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ জেলা ও নওগাঁ জেলার একটি উপজেলা ও নওগাঁ পৌরসভা লকডাউনে ঘোষণা করা হলে মান্দা উপজেলার সীমানা জুড়ে প্রশাসনকে ব্যাপক তদপর দেখা যায়। লকডাউনের পর স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বন্ধ করা হয়েছে জেলার বৃহত্তম চৌবাড়িয়া পশুর হাট। এছাড়া মান্দা উপজেলা জুড়ে প্রতিদিন বিভিন্ন বাজার রাস্তাঘাট জুড়ে প্রশাসনের সচেতন মূলক কার্যক্রম চোখে পড়ে।
এর ধারাবাহিকতায় সচেতনতামূলক রুটিং কার্যক্রমের অংশ হিসেবে আজ রবিবার মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হালিম উপজেলার প্রসাদপুর বাজার, নওগাঁ রাজশাহী-মহাসড়ক ফেরিঘাট সহ বিভিন্ন এলাকা ঘুরে মানুষকে সচেতন করে স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহ যোগান। সেইসাথে স্বাস্থ্যবিধি না মেনে ও মাস্ক না পড়ার কারণে ৬ জনকে সতর্ক করে ৯শত টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মান্দা থানা তদন্ত ওসি মেহেদী মাসুদ,উপজেলা রিসোর্স ইনস্ট্রাক্টর কায়সার হাবীবসহ উপজেলার অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা ।
এ বিষয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হালিম বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় মানুষকে সচেতন করতে আমাদের রুটিং কার্যক্রম পরিচালনা করছি। এবং উপজেলার সীমানা জুড়ে নজরদারি বাড়ানো হয়েছে। সেইসাথে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহিত করছি।