বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বিষপানে সোলেমান মিয়া (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) সকালে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোলেমান মিয়া কালাছড়া গ্রামের মৃত ধনা মিয়ার ছেলে।
কমগঞ্জ থানার ওসি তদন্ত সোহেল আহমদ জানান গতকাল সোমবার সোলেমান বিষপান করে আত্মহত্যার চেষ্টা করলেন প্রথমে তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় তার অবস্থা আশঙ্কাজনক হলে সোমবার রাতে মৌলভীবাজার সদর হাসপাতালে ভতি করলে মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।
তিনি আরো বলেন, কি কারনে সে বিষপান করল সে ব্যাপারে তদন্ত করা হচ্ছে।