মৌলভীবাজার ঃঃ মৌলভীবাজারে করোনা আক্রান্ত হয়ে নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে। এদিকে জেলায় করোনা সংক্রমণের নতুন রেকর্ড তৈরি হয়েছে। একদিনে ৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ২৪৬টি নমুনা পরীক্ষায় এই ৯৪ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তের হার ৩৮%। গতকাল এই আক্রান্তের হার ছিলো ৫২ শতাংশ।
জেলায় এ পর্যন্ত মোট ৩৩৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় কেউ সুস্থ হননি। মোট সুস্থ হয়েছেন ২৭৫০ জন। হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১০ জন।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৌলভীবাজারে মারা গেছেন আরও একজন। তিনি ২৫০-শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের রোগী। জেলায় এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৩৮ জনে দাঁড়ালো। বুধবার (৭ জুলাই) মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানা যায়।
নতুন আক্রান্ত ৯৪ রোগীর মধ্যে রাজনগরের ১০ জন, কুলাউড়ার ১৬ জন, বড়লেখার ৫ জন, কমলগঞ্জের ২ জন, শ্রীমঙ্গলের ১১ জন, জুড়ীর ৮ জন এবং মৌলভীবাজার ২৫০-শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের ৪২ জন। গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজার সদর উপজেলায় আক্রান্তের সংখ্যা শুন্য।