বিশেষ প্রতিবেদকঃ
চট্টগ্রাম আকবর শাহ থানা পুলিশমোঃ খোরশেদ আলম নামে কে ভুয়া চিকিৎসক গতকাল দুপুরে আটক করেন ।আটক কালে সে নিজেকে ডাঃ মুহাম্মদ খোরশেদ আলম, এমবিবিএস (ডিএমসি),এফসিপিএস (মেডিসিন), এমডি (নিউলজী), ডিগ্রীধারী এবং নিউরোমেডিসিন, স্নায়ুরোগ, ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে উক্ত ফার্মেসীতে চিকিৎসা প্রদান করে আসছে। কিন্তু পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি প্রকৃত পরিচয় সাপেক্ষে কোন ডকুমেন্ট প্রদান করতে পারেন নি। আর তথ্য উপাত্ত উৎঘাটনে জানা গেছে, তিনি এক সময়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছিলেন হাসপাতালের ওয়ার্ড বয়।
বনে গেলেন এফসিপিএস ডাক্তার। ফার্মেসীতে চেম্বার খুলে রোগী দেখার সময় খোরশেদ আলম নামের এই ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ জুলাই) দুপুর ১টার সময় কর্নেল জোন্স রোডের কাট্টলি মেডিকেল হল থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান আকবরশাহ্ থানার ওসি মো.জহির হোসেন।
গ্রেপ্তারকৃত মো. খোরশেদ আলম (৪২) হাটহাজারী উপজেলার আব্দুর রহিমের ছেলে। তিনি নগরীর সরাইপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন।
আকবরশাহ্ থানার ওসি মো.জহির হোসেন কে জানান, নিজেকে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছে বলে পরিচয় দিত খোরশেদ আলম। নামের পাশে লিখতেন এফসিপিএস (মেডিসিন), এমডি (নিউরোলজী) ডিগ্রী। কিন্তু আটকের পর জিজ্ঞাসাবাদে এসবের কোন ডকুমেন্ট প্রদান করতে পারেননি তিনি। পরে স্বীকার করেন তিনি প্রকৃতপক্ষে অষ্টম শ্রেনী পাশ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ার্ড বয় হিসেবে কাজ করতেন।
উল্লেখ্য, খোরশেদকে ইতিপূর্বে ২০১৭ সালে মাগুরায় ভুয়া চিকিৎসক হিসেবে ভ্রাম্যমাণ আদালত এক বৎসরের কারাদণ্ড প্রদান করে। এর আগে ২০১৩ সালে কুমিল্লায় ভ্রাম্যমাণ আদালত আরও ৬ মাসের দণ্ড দেন।