কুলাউড়া প্রতিনিধি ঃ মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার এসআই হারুনুর রশিদ এর নেতৃত্বে পুলিশের এক বিশেষ অভিযানে ৩ জুয়াড়িকে গ্রেপ্তার করে মৌলভীবাজার কোর্টে সোপর্দ করা হয়েছে। কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে কাদিপুর ইউনিয়নের মনসুর এলাকায় কুলাউড়া থানা পুলিশ এক অভিযান পরিচালনা করে। অভিযানকালে পশ্চিম মনসুরস্থ সবুজ মিয়ার চায়ের দোকান থেকে মনসুর এলাকার নাজির আহমদ (২৮), রুবেল মিয়া (৩২) ও জুবেল মিয়া (৩১)সহ ৩ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশ জুয়ার আসর থেকে ১১১টি তাস ও নগদ ২১২০ টাকা উদ্ধার করে জব্দ করে। ওসি আরও জানান, বর্তমান করোনা মহামারীতে সরকার ঘোষিত কঠোর লকডাউনে আরোপিত বিধিনিষেধ উপেক্ষা করে একত্রে জমায়েত হয়ে কোভিড-১৯ রোগের বিস্তার ঘটানোর ক্ষেত্র সৃষ্টি করে অবৈধভাবে তাস ও নগদ টাকা দিয়ে জুয়া খেলার অপরাধে আসামিদের বিরুদ্ধে জুয়া আইন ও রোগ সংক্রমণ প্রতিরোধ আইনে মামলা রুজু করে বুধবার (১৪ জুলাই) সকালে আদালতে সোর্পদ করা হয়েছে।