কমলগঞ্জ,মৌলভীবাজার ঃ
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের চুরি হওয়া মালামালসহ ৪ চোর আটক। গত (২৮ জুলাই) বুধবার দিবাগত রাতে কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও গ্রামে অবস্থিত হাজী শামীম আহমেদ চৌধুরী বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙ্গে ১ টি স্টিলের আলমিরা, ১টি স্টিলের ট্রাংক ও ২ টি লোহার ব্রাঞ্চ সহ আনুমানিক ২৬ হাজার টাকার মালামাল স্হানীয় চোর চক্র চুরি করে নিয়ে যায়। বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে এস আই হারুনুর রশিদের চৌকস অভিযানে চুরি হওয়া মালামালসহ চোর চক্রের ৪ সদস্যকে আটক করা হয় । আটককৃতরা হলেন দক্ষিণ বালিগাঁও গ্রামের মৃত আফরোজ মিয়ার ছেলে সাজুল ইসলাম নাঈম (২০), আজিজুর রহমানের ছেলে নুরুল আমিন (২১),বাঘমারা গ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে একাধিক চুরির মামলার আসামী কয়ছর মিয়া (৩০) ও ভানুগাছ বাজারের ব্যবসায়ী মৃত রাধিকা রঞ্জন দত্তের ছেলে বাবলা দত্ত রাখাল (৪৫)। এ বিষয়ে এস আই হারুনুর রশিদ জানান সদর ইউনিয়ন সদস্য মোঃ সুরমান আলীর সার্বিক সহযোগিতায় বিশ্বস্ত সূত্রে জানতে পারি চুরি হওয়া মালামাল ভানুগাছ বাজারে বিক্রি হয়েছে যার পরিপেক্ষিতে ভানুগাছ পৌরবণিক সমিতির সিসি ফুটেজ চেক করে দেখা যায় বৃহস্পতিবার(২৯জুলাই) ১০ নং রোড ভানুগাছ বাজারের ব্যবসায়ী রাখাল দত্ত স্হানীয় চোর চক্রের সাথে মালামাল সহ আলাপ করতে দেখা যায় ,পরবর্তীতে স্কুলের মালামাল সহ ৪ চোরকে আটক করা হয়। আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি তদন্ত সোহেল রানা জানান ৪ চোর সদস্যকে আটক করা হয়েছে, আটককৃতদের মৌলভীবাজার কোর্টে প্রেরণ করা হয়।