অগ্রযাত্রা সংবাদ ঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপন বৃহষ্পতিবার ৫আগস্ট ২০২১ খ্রিস্টাব্দ শোকাবহ আগস্ট স্মরণে জেলা প্রশাসন,মৌলভীবাজার আয়োজিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে মীর নাহিদ আহসান,জেলা প্রশাসক,মৌলভীবাজার সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্যবিধি অনুসরণ করে বঙ্গবন্ধু তনয় শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন মল্লিকা দে উপ-পরিচালক,স্থানীয় সরকার,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি),তানিয়া সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, রুমানা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা), মোঃ মেহেদী হাসান,উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, মৌলভীবাজার ও মোঃ আলাউদ্দিন সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।