অগ্রযাত্রা সংবাদ ঃ মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার ১নং ইসলামপুর ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামের স্থায়ী বাসিন্দা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক,মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জেবুন ইসলাম এর পিতা মোহাম্মদ তরিকুল ইসলাম শুক্রবার (৬জুলাই) বিকাল ৪টায় করোনায় আক্রান্ত মৃত্যুবরণ করেন। সমাজকর্মী মো. আলমগীর হোসেন যোগাযোগ করলে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে রাত নয়টায় মরহুমের গ্রামের বাড়িতে লাশ নিয়ে পৌঁছান।
স্বাস্থ্যবিধি মেনে রাত ১১টায় জানাযার নামাজ শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এই টিমে ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, কোভিড-১৯ দাফন - কাফন ও সৎকার টিমের টিম লিডার মোহাম্মদ আশরাফুল খাঁন রুহেল, দফতর সচিব সিরাজুল হাসান, জেলা অক্সিজেন সার্ভিসের টিম লিডার মোহাম্মদ সোহানুর রহমান সোহান, টিম মেম্বার সিরাজুল ইসলাম, মোহাম্মদ আলমগীর হোসেন, এসএম গোলাম কিবরীয়া, রেজাউল করিম সাকিব।