মোঃ আজিজুল ইসলাম: আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর অন্যতম খলিফা, মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকী ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (১৩ আগস্ট) রাত ১:৩০ ঘটিকায় শহরের একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়েসহ হাজার হাজার ছাত্র-ছাত্রী, ভক্ত, অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে, দুপুর ২:৩০ ঘটিকায় মৌলভীবাজার টাউন ঈদগাহ ময়দানে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।জানাযা শেষে বড়লেখা উপজেলার মুড়াউল নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে প্রখ্যাত পীর মাশায়েখ, শিক্ষাবিদ, আলেম, আল ইসলাহ ও তালামীয নেতৃবৃন্দ,ভক্ত ও গুণগ্রাহী এবং রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।