অগ্রযাত্রা সংবাদ ঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কমলগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে রোববার বিকাল ৪টায় উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মো: জুয়েল আহমেদ এর সভাপতিত্বে পৌর মেয়রের ব্যক্তিগত কার্যালয়ের সামনে এক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল ও শিরনী বিতরণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন।
উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সায়েক আহমদ ও আব্দুল মালিক বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কছেয় আহমদ, জেলা যুবলীগের সদস্য মোঃ মোশাহিদ আলী। অন্যান্যদের বক্তব্য রাখেন যুবলীগ নেতা আসিফ নিয়াজ রনি, শাহীন আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল প্রমুখ।