অগ্রযাত্রা সংবাদ ঃ
মৌলভীবাজারে ৯শত ৮৫ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।সোমবার (১৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শহরের সদর হাসপাতাল গেইট থেকে তাদেরকে আটক হয়।আটককৃতরা হলেন,খলিলপুর ইউনিয়নের মৃত সুন্দর মিয়ার ছেলে সোহেব মিয়া (৩৬), নাজিরাবাদ ইউনিয়নের মো. তছলিম মিয়ার ছেলে জাহিদুল ইসলাম শিমুল (২৮), মৃত মো. তবাদ মিয়ার ছেলে আনকার মিয়া (২২) এবং মৃত ওয়াসিম মিয়ার ছেলে জিয়াউর রহমান (২৬)।
মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক অমর কুমার সেন এর নেতৃত্বে ক্রেতা সেজে অভিযান চালিয়ে তাদের সদর হাসপাতাল এলাকা থেকে ৯শত ৮৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।