অগ্রযাত্রা সংবাদ ঃ মৌলভীবাজারের কমলগঞ্জে দাম্পত্য কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক নারী চা শ্রমিক। আত্মহত্যাকারী রেমা মোদী (২২) দেওড়াছড়া চা বাগানের শ্রমিক। তিনি চা শ্রমিক রতন মোদীর স্ত্রী। আজ মঙ্গলবার দুপুরে দেওড়াছড়া চা বাগানের বাবনবিল এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায় , ২ বছর আগে দেওড়াছড়া চা বাগানের শ্রমিক রতন মোদির সঙ্গে প্রেমনগর চা বাগানের রিমা মোদির বিয়ে হয়। তাদের সংসারে এক বছরের একটি কন্যাসন্তান রয়েছে। স্বামী ও স্ত্রীর মধ্যে বেশ কিছু দিন ধরে দাম্পত্য কলহ চলছিল। এর জের ধরে ১৭ আগষ্ট মঙ্গলবার দুপুরের দিকে রিমা মোদি বসত ঘরের চালার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
১নং রহিমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড (দেওড়াছড়া চা বাগান) এর ওয়ার্ড সদস্য সিতাংশু কর্মকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনা জানার পর তিনি পুলিশকে খবর দিয়েছেন। সন্ধ্যার পর কমলগঞ্জ থানা পুলিশ লাশ মর্গের উদ্যেশ্যে নিয়েছেন।