অগ্রযাত্রা সংবাদ ঃ
হেরে যাওয়া মানেই ঝরে যাওয়া নয়।
বিজয়ের অনাশীকায়
পরাজয় হয়,,
হয়তো কেউ থেমে গেছে একটুখানি
চাপে,,
তাই বলে নিবে কি তাকে এতই
পানির মাপে,,
সিরি বেয়ে উঠতে যেমন পা রাখতে হয়
ধাপে ধাপে,,
উপর দিকে উঠতে সবার একটু হলেও
পা কাঁপে,,
তারা হুরায় মুখটা পুরায় টাকার
গরম ফাপেঁ,,
ভরা কলসি নরে কম খালি কলস
ওই লাফে,,
শিক্ষীত লোক বসে থাকে চুপ
ধীরে ধীরে নেয় জিত,,
মুর্খরাই বেশী তারা হুরা করে হয়ে
যায় উত্তেজিত,,
শিক্ষীতরা মার করে তারা মাথা ও
কলম দিয়ে,,
মুর্খরা মার করতে হলে যায় হাতে
অস্ত্র নিয়ে,,
হেরে গিয়ে তুমি জিত নিতে চাও চিন্তা
থাকে মনে,,
বেচেঁ থাকলে সময় পাবে অনেক এই
এিভুবনে,,
ফুলের কলি যখন ফুটে গন্ধ বেরিয়ে
আসে,,
কবিদের বুক যখন ফাটে শুধু ছন্দই
চোখে ভাসে!!
লিখেছেন, মোঃ নুরুল আলম,কমলগঞ্জ,মৌলভীবাজার।