অগ্রযাত্রা সংবাদ ঃ
সন্ত্রাসী হামলায় আহত কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সদস্য মাহমুদ আলীকে ১নং রহিমপুর ইউনিয়ন পরিষদের সকল সদস্য/ সদস্যাবৃন্দের একমাসের ইউ, পি অংশের ভাতা ৫২৮০০/ টাকা চিকিৎসার জন্য সহায়তা প্রদান করেন। গত ২৫ আগষ্ট ইউনিয়নের স্বর্নপদক প্রাপ্ত চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল ও সকল ইউপি সদস্য/সদস্যাবৃনদ এই চিকিৎসা সহায়তা নগদ অর্থ ইউপি সদস্যের বাড়িতে গিয়ে তার হাতে তুলে দেন। উল্লেখ্য গত ১৯ জুন রোজ শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আমতৈল বালুঘাট নামক স্থানে হামলার এ ঘটনা ঘটে। সন্ত্রাসী হামলায় আহত মাহমুদ আলী উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। তিনি স্থানীয় বড়চেগ গ্রামের মৃত আব্দুল করিম মেম্বারের ছেলে। শুক্রবার রাতে স্থানীয় চৈত্রঘাট বাজার থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন ইউপি সদস্য মাহমুদ আলী। মোটরসাইকেল নিয়ে আমতৈল বালুঘাট এলাকায় পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ইউপি সদস্য এখন পর্যন্ত পুরোপুরি সুস্থ হয়ে উঠেননি,এখনও চিকিৎসা চলছে। স্বর্নপদক প্রাপ্ত চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল সবার কাছে মাহমুদ আলী মেম্বারের সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন।