অগ্রযাত্রা সংবাদ ঃ
শোকের মাস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।
২৭ আগস্ট সকালে ঢাকা থেকে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্যেশ্যে রওনা হন। মাজার জিয়ারতে সফর সঙ্গী ছিলেন শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রসিদ তালুকদার, শ্রীমঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান ভানু লাল রায়, সিন্দুরখান ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হেলাল, কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মুজিবুর রহমান মুজিব, আশিদ্রোন ইউনিয়নের চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর, রাজঘাট ইউনিয়নের চেয়ারম্যান বিজয় বুনার্জি, কালীঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রানেশ গোয়ালা, সাতগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মিলন শীল, ভুনবীর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি পিনাকী রঞ্জন দেব, আব্দুল দাইয়ান চৌধুরী টুনু ও শ্রীমঙ্গল প্রেসক্লাব সহ সম্পাদক (ক্রীড়া সাংস্কৃতিক) সাংবাদিক মামুন আহমেদ ।
এছাড়া সংসদ সদস্যের একান্ত সচিব আহাদ মো. সাঈদ হায়দার, ব্যক্তিগত সহকারী সুবীর পাল, ঢাকা মোহাম্মদপুর থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহাজান মিয়া, সেচ্ছাসেবকলীগ নেতা মো. সেলিম পাটোয়ারী, অফিস স্টাফ মোঃ আব্দুর রহিম, সিকান্দর, স্বপন, ছায়েদ প্রমুখ জিয়ারতকারী দলের সাথে রয়েছে।
সংসদ সদস্য আব্দুস শহীদ এমপির ব্যক্তিগত কর্মকর্তা ইমাম হোসেন সোহেল জানান, এমপি ও তার সফর সঙ্গীরা বেলা আড়াইটার দিকে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেন। এসময় তারা বঙ্গবন্ধুর সমাধিতে পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া জাতির পিতা ও ৭৫ এর ১৫ আগষ্টে নিহত পরিবারবর্গের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
আব্দুস শহীদ এমপি বিকালে পৌনে চারটার দিকে মুক্তিযোদ্ধাদের নিয়ে এক সভায় মিলিত হন। এতে স্থানীয় মুক্তিযোদ্ধারা ছাড়াও গোপালগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।