অগ্রযাত্রা সংবাদ ঃ
জাতীয় শোক দিবসে কমলগঞ্জে মহিলা আওয়ামীলীগের আলোচনাসভা ও মিলাদ মাহফিল এবং অনুষ্ঠান শেষে মাস্ক বিতরণ করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
৩১ আগস্ট বিকাল ৪ টায় কমলগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম এর বাসভবনের সম্মুখে উপজেলা মহিলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য মিনারুন্নাহার চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. অধ্যাপক রফিকুর রহমান। উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আছলম ইকবাল মিলন, সহসভাপতি অধ্যক্ষ নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুনিম তরফদার, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট সানোয়ার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা এডভোকেট রোকসানা আক্তার, সহ দপ্তর সম্পাদক হামিদুল হক চৌধুরী বাবর, সদস্য রাসেল মতলিব তরফদার, উপজেলা আওয়ামীলীগ সদস্য রুবিনা আক্তার মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপিকা রাবেয়া খাতুন প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ ও মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।