অগ্রযাত্রা সংবাদ ঃ গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে রাজধানীর যে বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিলো, বনানীর সেই বাসাতেই যাচ্ছেন চিত্রনায়িকা পরীমণি। আজ বুধবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তিনি মুক্তি পাওয়ার পর স্বজন ও আইনজীবীদের সঙ্গে ওই ভাড়া বাসার দিকে রওনা হন। তার হাতে লিখা ছিল ডোন্ট লাভ মি বিচ..
এ তথ্য নিশ্চিত করেছেন পরীমণির আইনজীবী প্যানেলের সদস্য নীলাঞ্জনা রিফাত সুরভী। তিনিও পরীমণির সঙ্গে রয়েছেন। কারা ফটক থেকে একটি সাদা গাড়িতে করে বের হতে দেখা যায় পরীমণিকে। এসময় পরীমণি মাথায় ওড়না দিয়ে পাগড়ি এবং সাদা টি-শার্ট পরা ছিলেন। তাকে বহনকারী গাড়ি থেকে একটু বের হয়ে উপস্থিত লোকজনের সঙ্গে সেলফি তুলেতে দেখা যায়।