র্যাব-৯, সিলেট এর অভিযানে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন এলাকা থেকে ১৯ কেজি গাঁজাসহ ০৩ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।
০৫ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখ ০৫:৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এবং সিনিঃ এএসপি এ,কে,এম কামরুজ্জামান এর নেতৃতে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন চন্দনা কলেজ রোড চুনারুঘাট পৌরসভার ০৯ নং ওয়ার্ড রফিক ম্যানসন এর পূর্ব পার্শে^ পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ক। গাঁজা=১৯(উনিশ) কেজি, খ। মোবাইল=০৩ টি, গ। সীমকার্ড=০৩ টি জব্দসহ ধৃত আসামী ১। ১। ঊামস দাস (৩৭) পিতা- বসুন দাস, সাং- মাখাল কান্দি (বসুন দাসের বাড়ী), ২। মোঃ সোহেল মিয়া, (৪০) পিতা- মৃত কালা মিয়া, সাং- পুকরা দৌলতপুর, ৩। মোঃ এলাছ মিয়া, (৩৮) পিতা- মৃত কালাই মিয়া, সাং- পুকরা দৌলতপুর, সর্বথানা- বানিয়াচং, জেলা- হবিগঞ্জগণ’কে গ্রেফতার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১৯(গ)/৪১ ধারায় মামলা দায়ের করে গ্রেফতারকৃত আসামীগণ এবং আলামত হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।