নিজস্ব প্রতিনিধি: মৌলভীবাজার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির ৫ম তলায় মারামারি ঘটনায় আসামী জুয়েল মিয়াকে ২ বছরের সশ্রম কারাদন্ড ও দুই হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন বিজ্ঞ বিচারক। আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৯ অক্টোবর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির ৫ম তলার দ্বিতীয় আদালতের সামনে মারামারির ঘটনা ঘটে। সি.আর ৪৬/২০ (রাজ) মামলার বাদী আব্দুল সত্তার (৮২) কে কতিপয় দুষ্কুতিকারী সংঘবদ্ধ হয়ে মারধর করে, গুরুতর জখম করে বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরে কোর্ট পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ওই ঘটনার প্রেক্ষিতে আদালতের ভারপ্রাপ্ত নাজির সৈয়দ মুফাচ্ছির আলী বাদী হয়ে জুয়েল মিয়া, হারুন মিয়া, সামা মিয়া, মবশ্বির মিয়া,আজিরুন্নেছা,ফয়ছল মিয়াদের বিরুদ্ধে এজহার দায়ের করেন। আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০১৯ এর ৪ ধারায় মামলাটি রুজু করা হয়। মৌলভীবাজার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির দ্রুত বিচার আদালতে বিচার প্রক্রিয়া শেষে সোমবার ৬ সেপ্টেম্বর এ রায় প্রদান করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মোহাম্মদ সালেহ।
রায়ে ১ নং আসামী জুয়েল মিয়া, পিতা-সামা মিয়া, গ্রাম-বালিগাঁও, থানা-রাজনগর, জেলা-মৌলভীবাজার এর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ২ বছরের সশ্রম কারাদন্ড ও দুই হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা মূলে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়