০২ ( দুই) টি ছাগল চুরি করিয়া সিএনজি চালিত অটোরিক্সা যোগে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে ০৩ জন ছাগল চোর কে শমশেরনগর পুলিশ ফাঁড়ি কর্তৃক অদ্য ০৬/০৯/২০২১ খ্রিঃ তারিখ ১৬.৪৫ মিনিটে ছাগল চুরির অপরাধে গ্রেফতার করা হয় এবং ছাগল দুইটি উদ্ধার করে অটোরিক্সা সহ জব্দ করা হয়। মামলা রুজু প্রক্রিয়াধীণ।
[video width="568" height="320" mp4="https://www.agrajatrasangbad.com/wp-content/uploads/2021/09/InShot_20210906_233824520.mp4"][/video]