শ্রীমঙ্গল সংবাদদাতা :: বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের শুন্য আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ১৩ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৪ সেপ্টেম্বর, আপীল দাখিলের শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর, আপীল নিস্পত্তির তারিখ ১৮ সেপ্টেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ ২০ সেপ্টেম্বর এবং নির্বাচন ০৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণার পর সাম্ভাব্য প্রার্থীরা চষে বেড়াচ্ছেন উপজেলার সর্বত্র। ইতোমধ্যে সরকারি দল আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ১০ জনের তালিকা কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে প্রেরণের নিমিত্তে জেলায় প্রেরণ করেছে উপজেলা আওয়ামী লীগ। বিএনপি দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে কোন ধরণের সিদ্ধান্ত না নিলেও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে দলীয় নেতা-কর্মীদের মাঝে আলোচনায় এসে চমক সৃষ্টি করেছেন বাংলাদেশ পেশাজীবী দল কেন্দ্রীয় কমিটির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, দানশীল ব্যক্তিত্ব, হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক হবিগঞ্জের বানী পত্রিকার প্রধান উপদেষ্টা ও কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র উপদেষ্টা আরিফুল ইসলাম জিয়া। শ্রীমঙ্গল উপজেলার কৃতি সন্তান আরিফুল ইসলাম জিয়া দীর্ঘদিন যাবত সমাজের কল্যাণকর কর্মকান্ডের সাথে নিজেকে সম্পৃক্ত করেছেন। সমাজসেবার স্বীকৃতি হিসেবে মানবাধিকার সংস্থা থেকে শুরু করে নানা সময়ে নানা সংগঠন কর্তৃক সম্মাননা লাভ করেছেন। অতিমারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের এই সময়ে তিনি দরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাদ্য সহায়তা করে আসছেন।
একান্ত আলাপকালে আরিফুল ইসলাম জিয়া বলেন, ‘আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন একনিষ্ট কর্মী। শহীদ জিয়ার আদর্শ লালন করে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছি। তবে সমাজের কল্যাণে নিজেকে দল-মতের ঊর্ধে রেখে চলেছি। শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের শুন্য পদে বিএনপি দলীয়ভাবে অংশ নিলে আমি দলের প্রতীক ধানের শীষ নিয়ে লড়াইয়ে অবর্তীর্ণ হতে দলের কাছে মনোনয়ন চাইবো। আমি উপজেলার সর্বস্তরের জনগণের আস্থায় যদি চেয়ারম্যান পদে বিজয়ী হতে পারি তবে জনগণের কল্যাণে নিজেকে উজার করে দেবো। আমি জনগণের প্রাপ্য সেবা তাঁদের দোড়গোড়ায় পৌছে দিতে প্রতিশ্রæতিবদ্ধ। প্রত্যাশা করছি উপজেলাবাসী আমাকে মূল্যায়ণ করে তাঁদের সেবা প্রদানের সুযোগ করে দেবেন।’
উল্লেখ্য একাধিকবার নির্বাচিত শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব গত ২১ মে মৃত্যুবরণ করায় চেয়ারম্যান পদে এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।