মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামানের পরিচালনায় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে
শুক্রবার ১০ সেপ্টেম্বর ২০২১ খ্রি. রাতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন ০৬নং আশিদ্রোন ইউপি অর্ন্তগত বিলাসছড়া চা বাগানস্থ কাঠালবাড়ী ০৩নং সেকশনে রাঙ্গিছড়া বর্ডারে যাওয়ার রাস্তার ০২নং ব্রিজের উপর হইতে ১০ (দশ) বোতল বিদেশি মদসহ ০১ জনকে গ্রেফতার করেন জেলা গোয়েন্দা পুলিশ
ধৃত আসামীর নাম ১। জকেশ দেববর্মা(২২), পিতা- শম্বু রাম দেববর্মা, মাতা- দেবেন্তী দেববর্মা, সাং- হারপাছড়া, থানা- শ্রীমঙ্গল, জেলাঃ মৌলভীবাজার।
জানা যায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হইতেছে। বি:দ্র: মৌলভীবাজার জেলাকে মাদক মুক্ত রাখতে ডিবি টিমের অভিযান অব্যাহত থাকবে ।