অগ্রযাত্রা সংবাদ ঃ
মাননীয় পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া'র নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামানের পরিচালনায় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মৌলভীবাজার জেলার সদর থানাধীন ধৃত আসামীর বসত বাড়ী পাহাড় বর্ষিজোড়া(বর্ষিজোড়া দক্ষিণ) এর দক্ষিণ দুয়ারী বসত ঘরের পূর্ব পাশের বারান্দার রুম থেকে ১০/০৯/২১খ্রি. ২২.৫০ ঘটিকার সময় ০১ (এক) কেজি গাঁজা, ৫৬ (ছাপ্পান্ন) পিছ ইয়াবা ট্যাবলেট, একটি প্রাইভেট কার এবং মাদকদ্রব্য বিক্রির নগদ ৩,৩৫৫ (তিন হাজার তিনশত পঞ্চান্ন) টাকাসহ একজন আসামী ধৃত করা হয়। ধৃত আসামীর নাম ১। মোঃ জাকির আলী চৌধুরী(৩৩), পিতা-মৃত ফরিদ আলী চৌধুরী, সাং: পাহাড় বর্ষিজোড়া(বর্ষিজোড়া দক্ষিণ), থানা ও জেলা: মৌলভীবাজার।
বি:দ্র: মৌলভীবাজার জেলাকে মাদক মুক্ত রাখতে ডিবি টিমের অভিযান অব্যাহত থাকবে।