অগ্রযাত্রা সংবাদ ঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন ভানু লাল রায়।
শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা থেকে সিদ্ধান্তটি জানানো হয়।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।ভানু লাল রায় বর্তমানে শ্রীমঙ্গলের ৩নং সদর ইউনিয়নের চেয়ারম্যান ও শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।
ভানু লাল রায় তার রাজনৈতিক ক্যারিয়ারে প্রথমে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের সদস্য ও পরবর্তীতে পরপর দুইবার ওই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হোন।
উল্লেখ্য শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীন কুমার দেবের মৃত্যুতে এই পদটি শূন্য হয়,আগামী ৭ অক্টোবর এই পদে ভোটগ্রহণ করা হবে।