নিজস্ব প্রতিবেদকঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ১নং রহিমপুর ইউনিয়নের সভাপতি জুনেল আহমেদ তরফদার উপর মিথ্যা অপবাদ, মামলা ও সড়ক অবরোধ করে জনদূর্ভোগ সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৪টায় কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট এলাকাবাসীর আয়োজনে মৌলভীবাজার- শমশেরনগর রোডের চৈত্রঘাট বাজারে প্রায় ৩ শতাধিক জনসাধারণের উপস্থিতিতে এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক হামিদুল হক চৌধুরী বাবর, চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নাজমুল হাসান, সহসভাপতি আকলিছ মিয়া, মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, হাসান চৌধুরী, পারভেজ আহমদ, ছাত্রলীগ সভাপতি এমদাদুল হক প্রমুখ।
অনুষ্ঠানে মানববন্ধন কর্মসূচিতে জুনেল আহমেদ তরফদারের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য জোর দাবী জানান বক্তারা।
উল্লেখ্য, গত শনিবার রাতে মুন্সীবাজারে প্রতিপক্ষের হামলায় ২ জন আহত হওয়ার ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার প্রধান আসামী করা হয় কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জুনেল আহমেদ তরফদাকে । মামলা প্রত্যাহারের দাবিতে চৈত্রঘাট এলাকাবাসী ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানবন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।