কমলগঞ্জ প্রতিনিধি ঃ মৌলভীবাজার কমলগঞ্জে মাদকসহ আব্দুল আহাদ ফানু (৪০) নামে একজনকে আটক করেছে মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশ।
বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার শমসেরনগর বাজারের চাতলাপুর রোড থেকে ২ বোতল ফেন্সিডিল ও গাঁজাসহ তাকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি টিম রাতে শমসেরনগর এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিল ও গাঁজাসহ আব্দুল আহাদ ফানুকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হয়েছে।
তিনি আরও বলেন, মৌলভীবাজার জেলাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নির্দেশে মাদক সেবনকারী