কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে ট্রেনের সাথে ধাক্কা খেয়ে ঝরনা রানী বর্মণ নামের স্থানীয় এক নারী নিহত হয়েছে।নিহত ঝরনা রানী বর্মণ (৫৩) কুলিয়ারচর পৌর এলাকার ভাটিদোয়ারিয়া মহল্লার অনিল চন্দ্র বর্মণ এর স্ত্রী।রবিবার (২৬ সেপ্টেম্বর) কুলিয়ারচর পৌর এলাকার ভাটি দোয়ারিয়া রেল ব্রিজ সংলগ্ন স্থানে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারো সিন্দু গোধ‚লির সাথে ধাক্কা খেয়ে সকাল ৮ টার দিকে এই ঘটনা ঘটে।নিহত ঝরণা রানী বর্মণের বড় ছেলে শ্যামল চন্দ্র বর্মণ জানান, তাদের মা দীর্ঘ আড়াই বছর যাবৎ মানসিক সমস্যায় ভুগছিলেন। তার একা বাড়ি থেকে বের হওয়া নিষেধ ছিলো, কিন্তু আজ সকালে সকলের চোখ ফাঁকি দিয়ে বাড়ি থেকে বের হয়ে এই দুর্ঘটনার শিকার হয়।
ভৈরব রেলওয়ে থানার ওসি ফেরদাউস আহমেদ বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি এবং এই বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।