হবিগঞ্জ প্রতিনিধি ঃ শায়েস্তাগঞ্জে পুলিশ এসল্ট মামলার পলাতক আসামীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায় শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ সদস্যরা উপজেলার পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে মাদক মামলার পলাতক আসামী উপজেলার সদর ইউনিয়নের লাদিয়া গ্রামের তারা মিয়ার ছেলে মোঃ আলমগীর হোসেন ও পুলিশ এসল্ট মামলার পলাতক আসামী উপজেলার নুরপুর ইউনিয়নের চানপুর গ্রামের মৃত আনছব আলীর ছেলে শিপন মিয়া কে গ্রেফতার করা হয়।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত পলাতক ছিল। বিকেলে তাদের কে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে