অগ্রযাত্রা সংবাদ ঃকমলগঞ্জে ব্যাক্তি মালিকানাধীন শ্রীগোবিন্দপুর চা বাগানের শ্রমিক শ্রীজনম ভরের নির্মাণাধীন ঘর ভেঙ্গে ফেলার প্রতিবাদে ৩য় দিনের মত মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন বাগানের সাধারণ চা শ্রমিকরা।মঙ্গলবার বেলা ১১ টায় শ্রীগোবিন্দপুর চা বাগানের প্রথম গেইটের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এতে নারী চা শ্রমিক নেত্রী গীতা রানী কানু, পঞ্চায়েত সভাপতি মিলন নায়েক, সাধারন সম্পাদক শ্রীরাম বাক্তি,নারী চা শ্রমিক গায়ত্রী পাশী,খাইরুন আক্তার,চা শ্রমিক নেতা রাম সিং, শ্রী গোবিন্দপুর চা ছাত্র যুব পরিষদের সভাপতি মনিলাল ভর, সাধারন সম্পাদক দিলীপ পাশী প্রমুখ।