অগ্রযাত্রা সংবাদ ঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, বাংলাদেশ আওয়ামীলীগের সংগ্রামী সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভ জন্মদিন উদযাপন উপলক্ষে কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
২৮ সেপ্টেম্বর মঙ্গলবার ভানুগাছ চৌমুনায় উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মো. সিদ্দেক আলীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মো. হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রাধাপদ দেব সজল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও ৩নং মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব তরফদার, সাধারন সম্পাদক এডভোকেট এএসএম আজাদুর রহমান, যুগ্ম সম্পাদক আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুনিম তরফদার, কমলগঞ্জ পৌর মেয়র ও সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল আহমেদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট সানোয়ার হোসেন, কৃষকলীগ নেতা রাসেল মতলিব তরফদার, যুবলীগ নেতা আব্দুল মালিক বাবুল, স্বেচ্ছাসেবকলীগ নেতা মামুদুর রহমান আলতা, শ্রমিকলীগ নেতা সায়েদুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তরা মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ৭৫ তম জন্মদিনে দীর্ঘায়ু কামনা করেন। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ আজ মাথা উঁচু হয়ে দাঁড়িয়েছে। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।