অগ্রযাত্রা সংবাদ :মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতে আওয়ামী বিরোধী ব্যক্তিকে পাবলিক প্রসিকিউটর (পিপি) নিয়োগ দেওয়ায় ক্ষোভ জানিয়েছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। নিয়োগপ্রাপ্ত পিপির নিয়োগ বাতিলের দাবিতে আইনমন্ত্রী বরাবর তারা আবেদন জানিয়েছেন।শনিবার (২ অক্টোবর) জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার আওয়ামী আইনজীবী পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল খালিক স্বাক্ষরিত এ আবেদনপত্র আইনমন্ত্রী বরাবর পাঠানো হয়। এর অনুলিপি পাঠানো হয়েছে পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন এমপি, এটর্নি জেনারেল অব বাংলাদেশ, সংসদ সদস্য নেছার আহমদসহ সংশ্লিষ্ঠদের।
আবেদনপত্রে জানানো হয়, গত ৩০ সেপ্টেম্বর পিপি হিসেবে নিয়োগপ্রাপ্ত মিজানুর রহমান আওয়ামী বিরোধী ব্যক্তি এবং তার পরিবারের সদস্যরা বিএনপি-জামায়াতের সাথে জড়িত। গতকাল ১ অক্টোবর সামাজিক যোগযোগ ফেসবুকে শিবিরের অ্যাডভোকেট মিজানুর রহমানের পিপি নিয়োগ খবর পেয়ে ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় আজ শনিবার (২ অক্টোবর) জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার আওয়ামী আইনজীবী পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল খালিকের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
আইনজীবীরা জানান, সাময়িকভাবে নিয়োগপ্রাপ্ত পিপিকে জেলার সাধারণ আইনজীবী ও আওয়ামী সমর্থিত আইনজীবীরা কোনওভাবেই মেনে নেবে না।
সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বারের সভাপতি অ্যাডভোকেট কামরেল আহমদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, এ.পি.পি মুজিবুর রহমান বাচ্চু, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাঞ্চন দাস গুপ্ত, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট নিখিল রঞ্জন দাশ, এডিশনাল পিপি কৃপাসিন্ধু দাস, অ্যাডভোকেট তপন পাল তপু, অ্যাডভোকেট মো. আলতাফুর রহমান সুমন, অ্যাডভোকেট মোহাম্মদ আলী,অ্যাডভোকেট মো. ইমরান মিয়া লস্কর, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. ছানোয়ার হোসেন প্রমুখ।