অগ্রযাত্রা সংবাদ ঃ কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নের ধর্মপুর এলাকায় ইজারা লোকেশন না মেনে অপরিকল্পিত ভাবে ধলাই নদীর ১ম খন্ড থেকে বালু উত্তোলনের দায়ে ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ৪ অক্টোবর সোমবার বিকালে সহকারী কমিশনার ভুমি মোছাম্মৎ সোমাইয়া আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
[video width="1964" height="1080" mp4="https://www.agrajatrasangbad.com/wp-content/uploads/2021/10/VN20211005_103939.mp4"][/video]