গাজীপুর কালীগন্জ উপজেলা প্রতিনিধি।
০৬ অক্টোবর ২০২১ইং রোজ বুধবার বিকেলে ০৪ ঘটিকায় গাজীপুর ০৫ আসনের নির্বাচনী এলাকার বাড়িয়া ইউনিয়নের বলধা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শহীদ ময়েজউদ্দীন আহমেদ ৩৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্টিত হয়েছে। গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ম আহবায়ক মোঃ জহিরুল ইসলাম খান এর সভাপতিত্বে ও বাড়িয়া ইউনিয়ন স্মরণ সভা উদযাপন কমিটির সদস্য সচিব মোঃ আক্তার হোসেনের সঞ্চালনায়
স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের
মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী
আ ক ম মোজাম্মেল হক এমপি।
বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক
মেহের আফরোজ চুমকি এমপি,
গাজীপুর জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক
ইকবাল হোসেন সবুজ এমপি,
সম্মানিত অথিতি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগ এর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ মোশাররফ হোসেন দুলাল,জেলা আওয়ামী লীগ এর সদস্য আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান খান, বাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব আক্তারুজ্জামান শুক্কুর।
আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক এইচ এম আবুবকর চৌধুরী, কালীগঞ্জ পৌর মেয়র এস এম রবিন হোসেন,কালীগঞ্জ উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান এডভোকেট মাকসুদ উল আলম, উপজেলা আওয়ামী লীগ এর অর্থবিষয়ক সম্পাদক শরিফ হোসেন খান কনক, কালীগন্জ উপজেলা আওয়ামী মহিলা লীগ এর সভাপতি জুয়েনা আহমেদ, বক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক মুজিবুর রহমান পলাশ সহ বাড়িয়া ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ উপস্থিত জনতা।
এদিকে সকালে মেহের আফরোজ চুমকি এমপি স্বারদীয় দুর্গপূজা উপলক্ষে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার ৬৫ টি পুজা উদযাপন কমিটির হাতে নগদ দশ হাজার টাকা করে উপহারের টাকা তুলে দেন।