জুড়ী প্রতিনিধি ঃ আগামী শনিবার জুড়ীতে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।তিনি মৌলভীবাজার- চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের পাশে (বাছিরপুরে) আধুনিক ডিজাইনে নবনির্মিত জুড়ী থানা ভবন উদ্বোধন করবেন।শনিবার) ০৯ অক্টোবর দুপুর সাড়ে ১২ টায় তিনি উপস্থিত থাকবেন ও উদ্বোধন করবেন। সাথে থাকবেন পরিবেশ, বন ও জ্বলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন আহমদ এমপি।
জানা গেছে, ‘পুলিশ বিভাগের ১০১টি থানা ভবন টাইপ প্ল্যানে নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ২০১৬ সালের ২৯ নভেম্বর জুড়ী থানা ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। সরকারের গণপূর্ত অধিদপ্তর ৭ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করেছে।
জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, জুড়ী থানা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধনের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। পরে থানা ভবন প্রাঙ্গণে জেলা প্রশাসন আয়োজিত এক সুধী সমাবেশেও তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন।