বিশেষ প্রতিনিধিঃ পিরোজপুরে মানবতার ডাকে সারা দিয়ে এক জাগ তরুন প্রজন্মের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে সেইফ ব্লাড ডোনেট সোসাইটি নামক সংগঠনটি।আসুন রক্ত দেই জীবন বাঁচাই! আপনার রক্তদানে বাঁচতে পারে একটি প্রাণ! জরুরী মূহুর্তে রক্তের প্রয়োজনে আমরা আছি আপনার পাসে! এই স্লোগানকে সামনে রেখে খুব অল্প সময়ের মধ্যে সংগঠনটির খুব সুনাম সুক্ষ্যাতি ছড়িয়ে পরছে নানা দিকে।রোগীরা এই সংগঠনের মাধ্যমে প্রয়োজনের মূহুর্তে রক্ত পাচ্ছে। গতকাল রাতে পরিচালক সানোয়ার হোসেন, ফয়সাল হাওলাদার ও সাংবাদিক ফেরদৌস মোল্লা,শামিম হাওলাদার এদের স্বাক্ষরিত সেইফ ব্লাড ডোনেট সোসাইটি কাঁঠালিয়া উপজেলা শাখার ৮১ সদস্য পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়।
সভাপতি মেজবাহ তালুকদার অপু, সাধারণ সম্পাদক নুরে আলম নুর।
সেইফ ব্লাড ডোনেট সোসাইটি সংগঠনের কেন্দ্রীয় কমিটির সকল সদস্যরা কাঁঠালিয়া উপজেলা শাখার কমিটির সকল সহযোদ্ধাদের অভিনন্দন ও শুভ কামনা জানিয়েছেন, এবং চুয়াডাঙ্গা জেলার শাখার পক্ষ থেকেও কাঁঠালিয়া উপজেলা শাখার কমিটি সকল সহযোদ্ধাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন,দিনাজপুর আহ্বায়ক কমিটি সদস্যরা কাঁঠালিয়া উপজেলা শাখার নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ।