মো:মুক্তাদির হোসেন, গাজীপুর, কালীগন্জ উপজেলাপ্রতিনিধি।
গাজীপুরের কালীগঞ্জর বাহদুশাদী এলাকায় আবারো ১লাখ ১০ হাজার টাকা মুল্যের গরু চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বাহদুশাদী এলাকার ভুইয়াব গ্রামের সুরুজ মিয়ার গরু চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে শনিবার কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুইয়াব গ্রামের মৃতঃ এমরান মিয়ার ছেলে সুরুজ মিয়া নিজে কৃষিকাজে ব্যবহারে জন্য ছোট বড় ৮টি গরু নিয়ে বসবাস করে আসছে। কিন্ত প্রতিবেশী হযরত আলীর সাথে জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছে। বিভিন্ন সময় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে হত্যাসহ বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে আসারও অভিযোগ রয়েছে।
গত বৃহস্পতিবার গভীর রাতে কোন এক সময় গরুটি চুরির ঘটনা ঘটেছে। সকালে গোয়ালে গরু না দেখতে পেয়ে বিভিন্ন হাটে খোঁজ নিয়ে কোথাও পাওয়া যায় নাই। স্থানীয়দের ধারনা আব্দুর রহমানের ছেলে হযরত গরুটি চুরি করেছে। সে খুবই খারাপ প্রকৃতির মানুষ, সে সময় অসময়ে জমি সংক্রান্ত রিােধ নিয়ে বাদিকে হত্যাসহ নানা ধরনের হুমকি দিয়ে আসছে।