( ঠাকুরগাঁও) প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৫ নং বাচোর ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর মঙ্গলবার বিকেল ৩ টায় অত্র উপজেলার কাতিহার উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে কৃষক লীগের আহবায়ক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ সরকার বিটু সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বাংলাদেশ কেন্দ্রীয় কৃষক লীগ, গেষ্ট অব অনার দীপক কুমার রায়, সাধারণ সম্পাদক জেলা আ'লীগ, প্রধান বক্তা সইদুল হক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রানীশংকৈল ডিগ্রী কলেজ ও সভাপতি উপজেলা আ'লীগ।
উদ্ভোদক হিসেবে ছিলেন- পবারুল ইসলাম সাধারণ সম্পাদক বাংলাদেশ কৃষক লীগ- ঠাকুরগাঁও জেলা শাখা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এডভোকেট মোস্তাক আলম টুলু যুগ্ম সম্পাদক জেলা আওয়ামী লীগ, সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ উপজেলা আ'লীগ।
ফরহাদ আহমেদ চৌধুরী রিংকু সদস্য সচিব ঠাকুরগাঁও জেলা কৃষক লীগ সম্মেলন প্রস্তুত কমিটি, আনোয়ারুল ইসলাম সভাপতি ৫ নং বাচোর ইউনিয়ন আ'লীগ, জীতেন্দ্রনাথ বর্ম্মন চেয়ারম্যান ৫ নং বাচোর ইউনিয়ন ও সাধারন সম্পাদক ইউনিয়ন আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিগেন্দ্র নাথ রায় সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) উপজেলা কৃষক লীগ। বক্তারা তাদের বক্তব্যে বাংলাদেশ কৃষক লীগ এর মাধ্যমে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
উক্ত সম্মেলনে সভাপতি হিসেবে নির্বাচিত হন দেলোয়ার হেসেন ও সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম হিরু সহ ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের ঘোষনা করা হয়।