শ্রীমঙ্গল প্রতিনিধি ঃ
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে নিখোঁজের এক দিন পর পরিত্যক্ত পুকুর থেকে পাওয়া গেছে এক কিশোরের লাশ। উদ্ধার হওয়া কিশোরের নাম জনি মিয়া (১৩)। তার পিতার নাম ওসমান আলী সে শহরতলীর রামনগর মনিপুরী পাড়ায় নানার বাড়িতে থাকতো।
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুর থেকেই ছেলেটি নিখোঁজ হয়। এ ব্যাপারে শ্রীমঙ্গল তারা একটি সাধারণ ডায়েরি করা হয়। ২৯ অক্টোবর শুক্রবার বিকেলে কালীঘাট রোডস্থ জালালাবাদ গ্যাস হাউজের পেছনে রামনগর এলাকায় একটি পরিত্যক্ত পুকুর পাড়ে তার জুতা ও প্যান্ট পাওয়া গেলে এলাকাবাসীর সন্দেহ ওই পুকুরে এসে পড়ে যেতে পারে।খবর পেয়ে তারা হবিগঞ্জ থেকে ডুবুরি দল নিয়ে আসেন। তবে ডুবুরিদল পানিতে নামার পূর্বেই শুক্রবার বিকেল পাঁচটার দিকে স্থানীয় দুইজন যুবক পানিতে নেমে তার লাশ পেয়ে যান।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ তদন্ত হুমায়ুন কবির জানান, শুক্রবার সন্ধ্যায় তার লাশ উদ্ধার করেন। তিনি জানান এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করা হয় এবং তার পরিবার থেকে জানানো হয় কিশোরটি কিছুটা মানসিক প্রতিবন্ধী।