কমলগঞ্জ প্রতিনিধি ঃ
মৌলভীবাজার জেলার কমলগঞ্জের রামপাশায় হযরত শাহ আজম রহঃ মাজার শরীফে পবিত্র ঈদে মীলাদুনবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল সম্পন্ন হয। আলোচনা সভায়
প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসারউপাধ্যক্ষ হজরত মাও: আলাউদ্দীন সাহেব,প্রধান বক্তা হিসাবে উপস্তিত ছিলেন সাবেক উপজেলা তালামীযের সভাপতি ছাত্র নেতা শাহ্ মো: আব্দুল জলিল,
আলোচনা সভায় সভাপতিত্ব করেন হযরত শাহ আজম রহ: সুযোগ্য নাতী হযরত মাও: মুজাহিদ আলি আজমী।
উপস্থিত ছিলেন মোহাম্মদ আবদুর রশিদ, মোহাম্মদ আতিকুর রহমান শান্ত, মোহাম্মদ তানিম,আব্দুল মজিদ, সুমন আহমদ, সেলিম আহমদ তালুকদার, আহমদ,মান্না আহমদ,সাবেদ আহমদ, আব্দুর রহমান, পৌর ৮নং ওয়ার্ড তালামীয়ের সাবেক সভাপতি মোহাম্মদ তোফাজ্জল হোসেন, মদু আহমদ, কদর আলী, রায়হান আহমদ, মোহাম্মদ তোফায়েল আহমদ ওলিয়ে কামিল হযরত শাহ আজম রহঃ ভক্তবৃন্দ সহ এলাকার মুরব্বিয়ানাগন।