শ্রীমঙ্গল প্রতিনিধি ঃ
দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ " এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস ২০২১ উপলক্ষে সনদ পত্র, যুব ঋণের চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ নভেম্বর) ২০২১ ইং, উপজেলা পরিষদ সভা কক্ষে এ আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড.মোঃ আব্দুস শহীদ এম.পি। সভাপতি. অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটি ও সাবেক চিফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ। বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হরিপদ রায়, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীর অর রশিদ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক, উপরু মিয়া, সাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মিলন শীল, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর অফিসার অশিম কুমার কর,উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক, শ্রীমঙ্গল প্রেসক্লাবের শ্রীমঙ্গল সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক মামুন আহমেদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হোসেন সুহেল, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী,
আয়োজন করেন শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর।