অগ্রযাত্রা সংবাদ ঃ
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে ক্যারাম বোর্ড খেলা নিয়ে ছাব্বির আলী (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে।
বুধবার (৩ নভেম্বর) মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, উপজেলার হাজীপুর ইউনিয়নের পাবই নিবাসী ছাব্বির আলী মঙ্গলবার দুপুরে তার বাড়ির পার্শ্বের প্রতিবেশী অন্যান্যদের নিয়ে ক্যারেম বোর্ড খেলতে গিয়ে এক পর্যায়ে দুপক্ষ বাকবিতণ্ডায় জড়িয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
এতে ছাব্বির গুরুতর আহত হলে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
তিনি আরও জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে ও ঘটনার সাথে ২ জনকে গ্রেপ্তারসহ অন্যান্য জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।