অগ্রযাত্রা সংবাদ ঃ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ৫ম ধামে আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৩নং মুন্সিবাজার ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক নাহিদ আহমদ তরফদার মনোনয়ন পত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার(৯ ডিসেম্বর ) দুপুরে কমলগঞ্জ উপজেলার নির্বাচন অফিসারের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন তিনি।
কর্মী, সমর্থক ও সহযোগীরা প্রায় ৩ শতাধিক মোটরসাইকেল ও গাড়ী নিয়ে তাকে নির্বাচন অফিস পর্যন্ত নিয়ে যান। এসময় স্লোগানে স্লোগানে মুখরিত ছিল নির্বাচনী এলাকা।
৯ ডিসেম্বরের মধ্যে সংশ্নিষ্ট রিটার্নিং অফিসারের কাছে ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য ও সাধারণ আসনের সদস্য পদের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।
উল্লেখ্য, পঞ্চম ধাপে আগামি ৫ জানুয়ারি কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।