মৌলভীবাজার প্রতিনিধি ঃ পারিবারিক সূত্র জানায়, সোমবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে হারুনুর রশিদ হারুন (৪৯) খাবার খাওয়ার সময় বুকে ব্যাথা অনুভব করেন। পরে পরিবারের সদস্যরা তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত সাড়ে ১২ টার দিকে ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফতেপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ৬জন প্রার্থী ছিলেন। তার মৃত্যুর ফলে ৫জন প্রার্থী এই ওয়ার্ড থেকে প্রতিদ্বন্ধিতা করবেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. এমদাদুল হক বলেন, তার মৃত্যুর সংবাদ দুঃখজনক। ওই ওয়ার্ডে তিনি ছাড়াও আরো একাধিক প্রার্থী আছেন। এ কারণে নির্বাচন স্থগিত হবে না।