আব্দুল বাছিত খানঃ
চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আ.লীগের মনোনীত প্রার্থীদের ভোট দেয়ার আহবান জানিয়ে কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ন সাধারণ সম্পাদক ও ১নং রহিমপুর ইউনিয়নের ৪বারের নির্বাচিত চেয়ারম্যান, আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো: ইফতেখার আহমদ বদরুল বলেন, নৌকা মার্কার বিজয়ের কোন বিকল্প নেই। নৌকার বিজয় মানে দেশের উন্নয়ন, মানুষের উন্নয়ন। নৌকা মার্কার বিজয়ের মাধ্যমে দেশের চলমান উন্নয়ন অব্যহত রাখতে হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে নৌকার বিজয়ের বিকল্প নাই। গত সোমবার সন্ধায় ১নং রহিমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড কালেঙ্গা বাজারে নির্বাচনী অফিস উদ্বোধন অনুষ্টানে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এসময় উপস্তিত ছিলেন মো: রহিমপুর মিয়া, আব্দুল মুকিত, ইউপি সদস্য মুজিবুর রহমান মুজিব, আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, শ্রমিক নেতা শিবলু আহমদ, শাহজান খান,কদরিছ মিয়া, জসিম মিয়া, প্রমুখ। এছাড়াও আওয়ামীলিগ,যুবলীগ, ছাত্রলীগ এর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও এলাকার মুরব্বিয়ান উপস্তিত ছিলেন।
আগামী ৫ই জানুয়ারী ২০২২ইং রোজ বুধবার রহিমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন । রহিমপুর ইউনিয়নবাসীসহ সকল শুভাকাঙ্ক্ষী যারা আছেন সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন চেয়ারম্যান প্রার্থী মো: ইফতেখার আহমদ বদরুল।