অগ্রযাত্রা সংবাদ ঃ
আগামী ৫ জানুয়ারী পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ধাপে মৌলভীবাজারের দুই উপজেলার ১৮ টি ইউনিয়নেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী প্রকৌশলী নাহিদ আহমদ তরফদারের আনারস প্রতীকের পোষ্টার ছিড়ার অভিযোগ পাওয়া গেছে। ইউনিয়নের ৯টি ওয়ার্ডে দুষ্কৃতীকারীরা পোষ্টার ছিড়ে ফেলেছে। এতে কর্মী সমর্থকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার পোষ্টার ছেড়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে নিন্দার ঝড় উঠে।
এব্যপারে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী প্রকৌশলী নাহিদ আহমদ তরফদার জানান, এই কাজ যারা করেছে এটা খুবই দু:খজনক, আমার জনপ্রিয়তায় প্রতিহিংসা পরায়ন হয়ে এই কাজ করা হয়েছে। আমার বিশ্বাস আগামী ৫ জানুয়ারি ব্যলটের মাধ্যমে মুন্সিবাজার ইউনিয়নবাসী এর জবাব দিবে।