বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় দুর্যোগে ক্ষতিগ্রস্থ ৫০ পরিবারকে ঢেউটিন ও ৪০০ শীতার্ত মুক্তিযোদ্ধাকে কম্বল বিতরণ করা হয়েছে। ৯ জানুয়ারী রোববার দুপুরে প্রধান অতিথি হিসেবে ঢেউটিন ও কম্বল বিতরণ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন এমপি। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায়ও তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এসব কম্বল ও ঢেউটিন বরাদ্দ দিয়েছে। ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও বড়লেখা সদর ইউনিয়নের চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও এপিপি অ্যাডভোকেট গোপাল দত্ত, বনবিভাগের সহযোগি রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান প্রমুখ।