মৌলভীবাজার প্রতিনিধি : রবিবার (১৬ জানুয়ারী) সকাল ১১.২০ ঘটিকায় মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে করোনা ভাইরাস (কোভিড- ১৯) এর নতুন ধরন ওমিক্রন মোকাবিলা ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে মৌলভীবাজার জেলা পরিষদ ও মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উপহারসরূপ স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
উক্ত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়া মহোদয় ও মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব মিছবাহুর রহমান।
আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার জনাব সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ জিয়াউর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব এ,বি,এম, মুজাহিদুল ইসলাম পিপিএম মহোদয়।