অগ্রযাত্রা সংবাদ ঃমৌলভীবাজারে মুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রীর উপহার ‘বীর নিবাস’ তৈরিতে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। নিম্নমানের সামগ্রী দিয়ে ঘর তৈরি করায় ৩০ জানুয়ারী রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর অভিযোগ দেওয়া হয়। অভিযোগের প্রথমিক সত্যতা পাওয়ায় তাৎক্ষণিক দেয়াল ভেঙে ফেলা হয়।
জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলার কামালপুরে ৩৬ শতাংশ জমির ওপর চারজন মুক্তিযোদ্ধার জন্য সরকারি বরাদ্দের ঘর তৈরির কাজ চলছে। এর ব্যয় প্রায় ৫৪ লাখ টাকা। প্রতিজন মুক্তিযোদ্ধার জন্য ৯ শতাংশ জায়গায় ১৩ লাখ ৪৩ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে।
ঘর পাওয়া চারজন মুক্তিযোদ্ধা মানিক মিয়া, খিতিশ চন্দ্র সেন, আব্দুল মালিক, আব্দুল খালিক নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ করেন ইউএনও বরাবর। অভিযোগের পর পরিদর্শনে যান সদর উপজেলার ইউএনও সাবরিনা রহমান। পরিদর্শনে অভিযোগের সত্যতা পান এবং তাৎক্ষণিক দেয়াল ভাঙার নির্দেশ দেন।
চারজন মুক্তিযোদ্ধাদের সঙ্গে আলাপ করে জানা যায়, প্রতি ঘরের জন্য ১৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। অথচ মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত উপহারের এ ভবনে দুর্নীতি করা হচ্ছে। যেখানে যে পরিমাণ জিনিস লাগানো প্রয়োজন সেখানে সেটা হচ্ছে না। এ জন্য আমরা ইউএনওর কাছে অভিযোগ করেছি। তিনি নিম্নমানের এসব কাজ দেখে দেয়াল ভেঙে দেন।