অগ্রযাত্রা সংবাদ ঃমৌলভীবাজারে ‘দৈনিক গণমুক্তি’র ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে আজ ৩১ জানুয়ারী। মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে আলোচনাসভা ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সূচনা করা হয়। এ সময় সাংবাদিক, বিজ্ঞাপনদাতা, শুভাকাঙ্খিদের উপস্থিতে এক মিলনমেলায় পরিণত হয়। দীপ্ত নিউজ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক দুরুদ আহমেদ এর সভাপতিত্বে ও দৈনিক গণমুক্তি’র জেলা প্রতিনিধি চিনু রঞ্জন তালুকদার এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের কন্ঠ‘র জেলা প্রতিনিধি মশাহিদ আহমদ। বিশেষ অতিথি ছিলেন- মোহন ফাউন্ডেশন‘র প্রতিষ্টাতা ও চেয়ারম্যান মোহন আহমদ, এ.বিএল ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সভাপতি তাওহীদুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাংবাদিক অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, আব্দুল বাছিত খাঁন, এ.কে অলক, জোবায়ের আহমদ রুমি, নাছরিন প্রিয়া, শুভ শ্রী শ্রেয়া, এস.এম ফজলু, জাহেদুল ইসলাম প্প্পাু, মাসুদ আলম চয়ন, আলিম-আল মুনিম, রিপন আহমদ আলাল, মহসিন আহমদ, জেলা তরুন পার্টির সভাপতি বুলবুল আহমদ খাঁন, মানবাধিকারকর্মী আব্দুর রহমান রহমত, মেধাবী ছাত্র রাহাত আহমদ শিপন, এম.এ সামাদ, আবু তালেব, নুর উত্তম দাস, মজনু খান, কিবরিয়া আহমদ প্রমুখ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বক্তারা বলেন, প্রিন্ট ও অনলাইনের মাধ্যমে গণমুক্তি নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতার মাধ্যমে প্রতিদিন সঠিক সংবাদগুলো জনগণের কাছে পৌঁছে দিচ্ছে। আগামীতেও একই ভূমিকা অব্যাহত রাখতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। দৈনিক গণমুক্তি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান অতিথিবৃন্দরা।