মৌলভীবাজার প্রতিনিধি ঃ
মৌলভীবাজার শহরের পশ্চিম বাজারে চালের অবৈধ মজুদ রোধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিতকরণে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। ৮ ফেব্রুয়ারী মঙ্গলবার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নির্দেশনায় মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঊর্মি রায়। এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক, পাট উন্নয়ন কর্মকর্তা, জেলা বাজার মনিটরিং কর্মকর্তাসহ পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিভিন্ন অপরাধে ৪ জন ব্যবসায়ীকে ৬ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।